খুবি প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যথা বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা যথারীতি চালু থাকবে। ছুটি শেষে সকল অফিস আগের মতো যথারীতি সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।