হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার বিকেলে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এ সময় ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ইবিয়ানরা আসছে, রাজপথ কাঁপছে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।

বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় লাঠিসোঁটা নিয়ে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ সব হল খোলা রাখার দাবিতে ভিসির বাংলোর সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে আবার তাঁরা বটতলায় মিলিত হন।

এ সময় কোটা সংস্কারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাঁরা বলেন, ‘আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হল খোলা দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও নিহতের ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি হল বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী