হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

প্রতিনিধি

জীবননগর (চুয়াডাঙ্গা) : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার করিমপুর বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা সবাই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাঁরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার নারায়ণপুর গ্রামের লিয়াকত খানের ছেলে আজিজুর খান (১৯), হাতিরাবাদ গ্রামের ইছাহক আলী শেখের ছেলে সলেমান শেখ (৩১), ফুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে গাউছ শেখ (৩৫), সঙ্গে তাঁর স্ত্রী সাবিনা (৩০), ছেলে সাব্বির হোসেন শেখ (০৮); নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর গ্রামের মিকাইল শিকদারের ছেলে শাহিন শেখ (১৯), হাড়িভাংগা গ্রামের তারা মিয়ার ছেলে মুন্না (২২) এবং রাজবাড়ী জেলার কালুখালী থানার হরিণবাড়ীয়া গ্রামের শহিদ শেখের মেয়ে অজিফা খাতুন (২২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার রাতে ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী, শিশুসহ আটজনকে আটক করা হয়। তাঁরা সবাই বাংলাদেশি।

আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩–এর ১১ (১) (গ) ধারায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা ও সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি