হোম > সারা দেশ > খুলনা

জনসমুদ্রে পরিণত হয়েছে খুলনার শিববাড়ী

খুবি প্রতিনিধি

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে অসহযোগ আন্দোলন জনসমুদ্রে রূপ নিয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকেই খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে সমবেত হতে থাকেন হাজার হাজার শিক্ষার্থী। তাঁদের সঙ্গে যোগ দেন অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

এ সময় খুলনার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিববাড়ী মোড়ে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 

আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এক বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ী মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। শিববাড়ীতে এ সময় হাজার হাজার মানুষের ঢল নামতে দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম বাড়তে থাকে। 

এ সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাথায় লাল কাপড়, হাতে পতাকা দেখা যায়। আন্দোলনকারীরা’ দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ,’ ‘আমার ভাই মরল কেন, ‘শেখ হাসিনা জবাব দে’ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর শিববাড়ী মোড়। 

আন্দোলনে ফয়সাল আলম নামে এক শিক্ষার্থী বলেন, ‘অনেক হয়েছে আর না। এখন আমাদের একটাই দাবি, এই স্বৈরাচার সরকারের পদত্যাগ। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই অসহযোগ আন্দোলন চলতে থাকবে।’ 

আন্দোলনে আসা এক অভিভাবক বলেন, ‘আমি আর ঘরে বসে থাকতে পারিনি। আমার সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এখানে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও সঙ্গে আছি। এই সরকারের এত অত্যাচার আর সহ্য করা যায় না।’

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী