হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে একজনের গলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরের ধান্যখোলা গ্রাম থেকে শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলের দিকে শমসের আলীর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী বাসিন্দারা দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে থাকেন। পরে দেখেন ঘরের ভেতরে শমসের আলীর গলিত মরদেহ পড়ে আছে। এ সময় জীবননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, শমসের আলী ধান্যখোলা গ্রামের একটি নির্জন স্থানে একাকী বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তান জীবননগর পৌর এলাকার তেতুলিয়া গ্রামে বসবাস করেন। শমসের আলী সারা দিন ভ্যান চালিয়ে রাতে ব্যাটারি চার্জ দিতেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ির আশপাশে কেউ বসবাস না করায় বিষয়টি জানা যায়নি। ফলে মরদেহে পচন ধরলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ধান্যখোলা গ্রাম থেকে ভ্যানচালক শমসের আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তিনি তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার