হোম > সারা দেশ > কুষ্টিয়া

মেসে ইবি শিক্ষার্থীর ওপর মানসিক নির্যাতন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মেসে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী অলিক কুমার শিকদার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, গত শনিবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের পাশের হোয়াইট হাউস মেসে শয্যাসংক্রান্ত বিষয় নিয়ে আইসিটি বিভাগের সোলাইমান হোসেন তাঁকে ৩০২ নম্বর কক্ষে ডেকে নেন। ওই কক্ষে সোলাইমান ছাড়াও আইসিটির তালাস, সমাজকল্যাণ বিভাগের রোমানসহ আরও ৭-৮ জন উপস্থিত ছিলেন। তাঁরা নানা বিষয় নিয়ে মতবিরোধের জেরে অলিকের ওপর মানসিক চাপ সৃষ্টি এমনকি মারতে উদ্যত হন। তাঁকে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে তিনি অসুস্থবোধ করলে তাঁকে কক্ষ থেকে বের করে দেন।

অলিক বলেন, ‘অতিরিক্ত মানসিক চাপের কারণে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং চিকিৎসাসেবা শেষে কিছুটা সুস্থবোধ করলে রুমে ফিরে যাই। পরদিন রোববার সকালে পুনরায় অসুস্থবোধ করি এবং জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমি কিছুটা সুস্থ বোধ করছি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভোগার কারণে চলমান ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছি না।’

জানতে চাইলে সোলাইমান বলেন, ‘ভুক্তভোগী সিট নিয়ে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করলে তাকে ডেকে সমাধান করার চেষ্টা করছিলাম। তখন উভয় পক্ষের মধ্যে কিছুটা তর্কাতর্কির সৃষ্টি হলে তাকে রুমে পাঠিয়ে দিই। পরে শুনেছি প্যানিক অ্যাটাক হয়েছে। মেসের সিট নিয়ে ব্যক্তিগত আক্রোশে এমনটা প্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডি বসে সিদ্ধান্ত নেবে।’

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত