হোম > সারা দেশ > খুলনা

স্বেচ্ছাশ্রমে বলেশ্বর ও ভৈরব নদের তীর পরিষ্কার

বাগেরহাট প্রতিনিধি

বলেশ্বর ও ভৈরব নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, জেবি ব্যবসায়ী গ্রুপ, টিম কচুয়া, বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবকেরা জমে থাকা ময়লা বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন। পরবর্তীকালে এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানো হবে বলে জানান তাঁরা। দীর্ঘদিন পর বাজার পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে আনন্দ দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা শেখ সুজন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে সবাই একত্রে কাজ করছে, যা পরিবেশের জন্য উপকারী। ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারব।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদের তীর নোংরা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজার বণিক সমিতির সদস্যসচিব সরদার সুমন বলেন, ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ (ইউএনও) বলেন, ‘নদীর তীর পরিষ্কার রাখতে মাইকিং করা হচ্ছে এবং ব্যবসায়ীদের ঝুড়ি বিতরণ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান। ছবি: আজকের পত্রিকা

এদিন দুই শতাধিক স্বেচ্ছাসেবক বলেশ্বর ও ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার তীর পরিষ্কার করেছেন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার