হোম > সারা দেশ > খুলনা

স্বেচ্ছাশ্রমে বলেশ্বর ও ভৈরব নদের তীর পরিষ্কার

বাগেরহাট প্রতিনিধি

বলেশ্বর ও ভৈরব নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, জেবি ব্যবসায়ী গ্রুপ, টিম কচুয়া, বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবকেরা জমে থাকা ময়লা বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন। পরবর্তীকালে এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানো হবে বলে জানান তাঁরা। দীর্ঘদিন পর বাজার পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে আনন্দ দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা শেখ সুজন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে সবাই একত্রে কাজ করছে, যা পরিবেশের জন্য উপকারী। ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারব।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদের তীর নোংরা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজার বণিক সমিতির সদস্যসচিব সরদার সুমন বলেন, ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ (ইউএনও) বলেন, ‘নদীর তীর পরিষ্কার রাখতে মাইকিং করা হচ্ছে এবং ব্যবসায়ীদের ঝুড়ি বিতরণ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান। ছবি: আজকের পত্রিকা

এদিন দুই শতাধিক স্বেচ্ছাসেবক বলেশ্বর ও ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার তীর পরিষ্কার করেছেন।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা