হোম > সারা দেশ > খুলনা

সমাজসেবা কর্মকর্তাকে বোল্ড আউট করলেন ইউএনও

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথনে অংশ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয়ে ক্রিকেট খেলেন ইউএনও ও অন্য কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

ঘড়ির কাঁটায় বেলা সাড়ে ১১টা। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথনে অংশ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয়ে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল মাজেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

তাঁরা যখন পৌঁছান তখন জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয়ের মাঠে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিলেন। ইউএনও মাঠে ঢুকে খেলার আগ্রহ প্রকাশ করায় তাঁর হাতে ব্যাট তুলে দেন তাঁরা। পরে বল করতে ছুটে যান ইউএনওর সঙ্গে আসা কর্মকর্তারা।

ইউএনও আল আমিন ব্যাট হাতে কয়েকটি বল মোকাবিলার পর ফেরেন বোলিংয়ে। এ সময় ব্যাট করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল মাজেদ।

এ সময় ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়লকে বোল্ড আউট করেন।

এদিকে ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বোল্ড আউট করায় আগে থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী নগদ পুরস্কার দিতে চান জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক। তবে ইউএনও পুরস্কার অনুষ্ঠানে আগত প্রতিবন্ধীদের দেওয়ার অনুরোধ করেন। পরে দুজন প্রতিবন্ধীর হাতে নগদ টাকা হস্তান্তর করা হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে দুটি হুইলচেয়ার ও ২০টি কম্বল বিতরণ করা হয়।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক