হোম > সারা দেশ > খুলনা

দরজা আটকে আ.লীগ সমর্থক ইউপি সদস্যের বাড়িতে আগুন, দগ্ধ ৩

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি সদস্যসহ তাঁর স্ত্রী এবং সন্তান দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তালিমুল ইসলাম গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (কাগমারী-কৃষ্ণচন্দ্রপুর) ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগ সমর্থক। তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শিশুসন্তান মেহেমিদও (৪) আগুনে ঝলসে গেছেন।

স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরে দরজা বাইরে থেকে তার দিয়ে আটকে দেয় দুর্বৃত্তরা। পরে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা। এ সময় ঘুমিয়ে ছিলেন তালিমুলসহ পরিবারের অন্য সদস্যরা। একপর্যায়ে ঘরে থাকা সবার শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়।

কাগমারী গ্রামের শাহেদুর রহমান শিপলু বলেন, ‘স্ত্রী, সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন তালিমুল মেম্বার। রাত ২টার পর যেকোনো সময় ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘর পুড়ে গিয়ে আগুন লাগে তালিমুল মেম্বার ও তাঁর স্ত্রী, সন্তানের গায়ে। তাঁরা বর্তমানে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। দোষীদের আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা