হোম > সারা দেশ > খুলনা

দরজা আটকে আ.লীগ সমর্থক ইউপি সদস্যের বাড়িতে আগুন, দগ্ধ ৩

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি সদস্যসহ তাঁর স্ত্রী এবং সন্তান দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তালিমুল ইসলাম গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (কাগমারী-কৃষ্ণচন্দ্রপুর) ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগ সমর্থক। তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শিশুসন্তান মেহেমিদও (৪) আগুনে ঝলসে গেছেন।

স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরে দরজা বাইরে থেকে তার দিয়ে আটকে দেয় দুর্বৃত্তরা। পরে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা। এ সময় ঘুমিয়ে ছিলেন তালিমুলসহ পরিবারের অন্য সদস্যরা। একপর্যায়ে ঘরে থাকা সবার শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়।

কাগমারী গ্রামের শাহেদুর রহমান শিপলু বলেন, ‘স্ত্রী, সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন তালিমুল মেম্বার। রাত ২টার পর যেকোনো সময় ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘর পুড়ে গিয়ে আগুন লাগে তালিমুল মেম্বার ও তাঁর স্ত্রী, সন্তানের গায়ে। তাঁরা বর্তমানে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। দোষীদের আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার