শার্শা (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে চোরাচালানিদের ধাওয়া করে বিজিবি সদস্যরা এ অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে এ সময় কোন অপরাধীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তে সন্দেহ জনক কয়েকজন চলাফেরা করছে। বিজিবি পুটখালী সীমান্তের মহেশখালী নামক গ্রামে অভিযান চালালে চোলাচালানকারিরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দূঃস্কৃতীকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।