হোম > সারা দেশ > যশোর

যশোরে কৃষক দল নেতা খুন: আগুনে ঘর হারা ১৮ পরিবারের মানবেতর জীবন

­যশোর প্রতিনিধি

অভয়নগরে আগুনে ঘর হারা ১৮ পরিবারের মানবেতর জীবন। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগর কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) হত্যাকাণ্ডের তিন দিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনার জেরে আগুনে ঘর হারা ১৮ পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা টহল জোরদার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের বাড়েদাপাড়েতে ঘের ব্যবসায়ী পিন্টু বিশ্বাসের বাড়িতে তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঘেরের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় উত্তেজিত একদল লোক ডহর মশিয়াহাটি গ্রামের অন্তত ১৮টি হিন্দুবাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া উপজেলার সুন্দলী বাজারে দুটি দোকানে অগ্নিসংযোগ এবং চারটি দোকান ভাঙচুর করা হয়। এতে আহত হন অন্তত ১০ জন।

নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। তিনি উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন।

জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম আজকের পত্রিকাকে বলেন, ‘তরিকুল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পরিবার এজাহার না দিলে মামলা হবে কী করে, আমরা তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দ্রুতই রহস্য উদ্‌ঘাটন হবে।’

তিনি আরও বলেন, ‘ডহর মশিয়াহাটির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন করা হয়েছে।’

অভয়নগরে আগুনে ঘর হারা ১৮ পরিবারের মানবেতর জীবন। ছবি: আজকের পত্রিকা

এদিকে, আজ শনিবার সকালে নিহত কৃষক দল নেতা তরিকুল ইসলামের বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় তাঁরা তরিকুল ইসলামের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর বিএনপির নেতারা ডহর মশিয়াহাটি গ্রামের যে বাড়িতে তরিকুল ইসলামকে হত্যা করা হয়েছিল, সেই বাড়িতে যান। পরে নেতারা গ্রামের পুড়িয়ে দেওয়া বাড়িগুলো ঘুরে দেখেন এবং বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঘেরের ইজারার দ্বন্দ্বে খুন হন তরিকুল

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সুন্দলী ইউনিয়নের বিল বোকড়ে তরিকুলের একটি মাছের ঘের ছিল। ঘেরটির জমির ইজারার মেয়াদ শেষ হয়েছে। পাশের বিল কাছুরাবাদে অন্য এক ব্যক্তির আরেকটি মাছের ঘের ছিল। বিল কাছুরাবাদের বেশির ভাগ জমি ডহর মশিয়াহাটি গ্রামবাসীর। ঘেরের জমির ইজারার মেয়াদ শেষ হওয়ার পর মালিক ঘের ছেড়ে দিয়েছেন।

এই ঘেরের জমি ইজারা নিয়ে তরিকুল ইসলাম মাছ চাষ করতে চেয়েছিলেন। অপর দিকে আরও এক ব্যক্তি ঘেরের জমি ইজারা নিয়ে মাছ করতে চেয়েছিলেন। এ নিয়ে দুজনের বিরোধ হয়। বিষয়টি নিয়ে ওই দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় তরিকুল ইসলামকে ডহর মশিয়াহাটি গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রথমে কুপিয়ে এবং পরে গুলি করে হত্যা করা হয়। এর পর থেকে ডহর মশিয়াহাটি গ্রামের পোড়া বাড়িগুলো প্রায় পুরুষশূন্য, আতঙ্কিত নারীরা।

অভয়নগরে আগুনে ঘর হারা ১৮ পরিবারের মানবেতর জীবন। ছবি: আজকের পত্রিকা

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘আমার ভাই মাছের ঘেরের ব্যবসা করতেন। তাঁর তিনটি মাছের ঘের আছে। তিনি ডহর মশিয়াহাটি এলাকায় একজনের ছেড়ে দেওয়া ঘের ইজারা নিতে চেয়েছিলেন। এ নিয়ে আরেকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়। বৃহস্পতিবার সকালে তরিকুল ইসলাম নওয়াপাড়ার বাড়িতে ছিলেন।

‘তখন ডহর মশিয়াহাটি গ্রামের পিল্টু বিশ্বাস তাঁকে ফোন করেন। ঘেরের ডিড (চুক্তি) হবে বলে পিল্টু বিকেলে তরিকুলকে তাঁর বাড়িতে যেতে বলেন। তরিকুল একজনকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে পিল্টুর বাড়িতে যান। সে সময় ছয়জন সন্ত্রাসী পিল্টুর ঘরে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।’

খোলা আকাশের নিচে ১৮ পরিবার

ডহর মশিয়াহাটি গ্রামের বাড়েদাপাড়ার অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের। ক্ষোভের আগুনে দেওয়া বাড়িঘর পুড়ে ভস্মীভূত। ঘরের চার দেয়াল থাকলেও পুড়ে ছাই ছাউনি। ফলে খোলা আকাশের নিচে তিন দিন যাবৎ পার করছেন পাড়াটির বাসিন্দারা।

আজ দিনভর বৃষ্টিতে খোলা আকাশের নিচে পার করেছেন। মাঝবয়সী চণ্ডিকা বিশ্বাস বলেন, ‘গায়ে কাপড় ছাড়া কিছু নেই। ঘরের সবকিছু পুড়ে গেছে। ঘরবাড়িতে থাকার মতো অবস্থা নেই। গাছের পাতাও পুড়ে গেছে। আমরা আতঙ্কে আছি। পাড়া পুরুষশূন্য। আমরা নিরপরাধ এসব মানুষের যারা ক্ষতিগ্রস্ত করেছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত