হোম > সারা দেশ > খুলনা

ঘুম পাড়িয়ে বাইরে গেলেন মা, ডোবায় মিলল শিশুর লাশ

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাস বয়সী এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরাফ সদর উপজেলার লস্করপুর গ্রামের মিলনের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামের নিজ বাড়িতে মা সুমি খানম আরাফকে ঘুমি পাড়িয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে বাইরে চলে যান। ফিরে এসে ঘরের ছিটকিনি খোলা পান। ভেতরে ঢুকে দেখেন বিছানায় আরাফ নেই। পরে সদর থানা–পুলিশে খবর দেওয়া হলে গভীর রাত পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা স্বজনদের খবর দিলে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মা সুমি খানম বলেন, ‘পরিকল্পিতভাবে আমার সন্তানকে ঘর থেকে তুলে নিয়ে কেউ হত্যা করেছে।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আরও বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ