হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হেরোইনের মামলায় আব্দুল্লাহ আল মামুন নামের (৩৫) এক যুবককে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

মামলা জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দর্শনার দক্ষিণচাদপুর গ্রামে মামুনের ভাড়া বাড়িতে অভিযান চালান। এ সময় মামুনের ঘরের সঙ্গে দোকানে কাঠের বক্সের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। 

মামলায় আরও উল্লেখ করা হয়, মামুনকে আটক করে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম। ৯ জুন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার তদন্তভার দেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আবুল কালাম আজাদকে। তিনি ২০১৭ সালের ৬ আগস্ট আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ