হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হেরোইনের মামলায় আব্দুল্লাহ আল মামুন নামের (৩৫) এক যুবককে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

মামলা জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দর্শনার দক্ষিণচাদপুর গ্রামে মামুনের ভাড়া বাড়িতে অভিযান চালান। এ সময় মামুনের ঘরের সঙ্গে দোকানে কাঠের বক্সের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। 

মামলায় আরও উল্লেখ করা হয়, মামুনকে আটক করে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম। ৯ জুন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার তদন্তভার দেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আবুল কালাম আজাদকে। তিনি ২০১৭ সালের ৬ আগস্ট আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক