হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে আগুনে পুড়ল ১০ দোকান, নেভাতে গিয়ে আহত তিন ফায়ার সার্ভিসকর্মী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে গোনাই বাজারে এ আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টা চেষ্টা চারিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এর আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আহত ফায়ার সার্ভিসের তিন কর্মীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫) ও আব্দুল কাদের জনি (২৪)।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, হার্ডওয়্যার, কম্পিউটার, মুদি ও চায়ের দোকান।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক উত্তম বৈরাগী আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে একটি ইলেকট্রনিকসের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে।’ এ ক্ষতি কাটাতে সরকারের সহায়তার দাবি জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটকে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার