হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় চিরকুট লিখে যুবকের ‘আত্মহত্যা’

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় চিরকুট লিখে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার শোভনা গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর পরিবারের দাবি, তিনি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করেছেন।

ওই যুবকের নাম উৎপল হালদার (৩৮)। তিনি উপজেলার শোভনা গোডাউন এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উৎপল হালদার গ্রাম্য একটি সমিতি থেকে ঋণ নিয়ে তাঁর বন্ধু সুজনকে ধার দেন। বিভিন্ন সময়ে ওই টাকা ফেরত চান তাঁর ওই বন্ধুর কাছে। কিন্তু বন্ধু সুজন ওই টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে রাতে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে পরিবারের লোকজন গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তবে তাঁর গেঞ্জির পকেটে একটি চিরকুট পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উৎপলের ভাই সুফল হালদার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা