হোম > সারা দেশ > খুলনা

পূজামণ্ডপে বরাদ্দ ১৩১৭ বস্তা চাল জব্দ, জরিমানা করে দায় সারলেন এসিল্যান্ড

যশোরের মনিরামপুরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত দুই ট্রাক ভর্তি ১ হাজার ৩১৭ বস্তা চাল আটক করেছে পুলিশ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান সেখানে গিয়ে সরকারি বস্তায় চাল বিক্রির দায়ে জরিমানা করে দায় সেরেছেন।

আজ রোববার সকালে উপজেলার বাঁধাঘাটা মোড়ে এই ঘটনা ঘটেছে। মোড়ের ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে চালগুলো নামানো হচ্ছিল। তখন সরকারি বস্তাভর্তি চাল ব্যক্তিগত গুদামে নামাতে দেখে পুলিশ ও সাংবাদিকদের খবর দেয় স্থানীয়রা।

মনিরামপুরের বাঁধাঘাটা মোড়ের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক রাসেল হোসেন ফরিদপুরের ভাঙ্গার হাজী শরিয়ত উল্লাহ বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের মালিক আব্দুল হালিম হাওলাদারের কাছ থেকে গতকাল শনিবার ৪৭ মেট্রিক টন চাল কেনেন বলে সাংবাদিকদের জানান।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন বলেন, ‘জরুরি ডিউটিতে ছিলাম। ওসি স্যারের কাছ থেকে খবর পেয়ে এখানে এসেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ট্রাক ভর্তি ১ হাজার ৩১৭ বস্তা চাল ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক রাসেল হোসেন ফরিদপুরের ভাঙ্গা থেকে কিনেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চালগুলো দুর্গাপূজা উপলক্ষে সেখানকার বিভিন্ন মণ্ডপে সরকার বরাদ্দ দিয়েছিল। সেই চাল ভাঙ্গার এক ব্যবসায়ী কিনে মনিরামপুরের রাসেল হোসেনের কাছে বিক্রি করেছেন। রাসেল হোসেন আমাদের চালান রশিদ দেখিয়েছেন।’ 

এসিল্যান্ড আরও বলেন, ‘রাসেল হোসেন চাল কিনে এনেছেন সত্য। তিনি আলাদা বস্তায় করে চাল না এনে সরকারি বস্তায় এনে অপরাধ করেছেন। এ কারণে ভোক্তা অধিকার আইনে রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সরকারি চাল এভাবে কেনাবেচার সুযোগ আছে কিনা জানতে চাইলে আলী হাসান বলেন, সরকারি চাল কেনাবেচার সুযোগ নেই। সরকার যে উদ্দেশ্যে চাল দিয়েছে, সে কাজে লাগাতে হবে। তবে উপকারভোগী চাইলে চাল নিজে ব্যবহার করতে পারেন, আবার বিক্রি করে অন্য কাজেও লাগাতে পারেন। কিন্তু সরকারি বস্তা এই কাজে ব্যবহার করতে পারেন না। এ অপরাধেই মূলত তাঁকে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, মূলত দুর্গাপূজার সময় মণ্ডপে আসা ভক্তদের খাওয়ানোর উদ্দেশ্যে মণ্ডপপ্রতি সরকার ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়। এই চাল বাইরে বিক্রির সুযোগ নেই।

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী