হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাদক কারবারির গলাকাটা মরদেহ উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক মাদক কারবারির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে কিতাব আলী (৪৮) নামের ওই মাদক কারবারির মরদেহ উদ্ধার করা হয়।

কিতাব আলীর মরদেহের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। তিনি জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ বলছে, আজ (বুধবার) সকালে কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার অধিকতর তদন্তে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইমসিন ইউনিট, ঝিনাইদহ পিবিআই পুলিশসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক দল।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কিতাব আলী তাঁর শ্বশুরবাড়ি কাদিপুরে ঘরজামাই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর স্ত্রী মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।’

ওসি আরও বলেন, ‘মরদেহের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা