হোম > সারা দেশ > যশোর

বাইরে মুষলধারে বৃষ্টি, রেলস্টেশনে সন্তান প্রসব করলেন মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এ সময় যশোরের কোতোয়ালি থানার রূপদিয়া রেলস্টেশনে এক প্রসূতির প্রসব বেদনা ওঠে। তিনি স্টেশনেই সন্তান প্রসব করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন স্থানীয়রা। কল পেয়ে রেলস্টেশন থেকে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে যশোরের কোতোয়ালি থানার রূপদিয়া রেলস্টেশনে এমন ঘটনা ঘটে।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এদিন ভোররাতে রেলস্টেশন থেকে স্টেশনমাস্টার বাবুল আক্তার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্ল্যাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছেন। তখন সেখানে মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় মা ও সন্তানের জীবন বাঁচাতে দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান তিনি।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. দ্বীন ইসলাম। তাৎক্ষণিকভাবে তিনি যশোর কোতোয়ালি থানা এবং ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি দেখার এবং দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স রেলস্টেশনে হাজির হয়। এরপর প্রসূতি ও নবজাতক ছেলেসন্তানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২-এ ভর্তি করা হয়।

জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক ২৫ এবং তিনি মানসিকভাবে অসুস্থ। মা ও নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ