হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে: প্রযুক্তি প্রতিমন্ত্রী 

সাতক্ষীরা প্রতিনিধি

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘ডিজিটাল প্রযুক্তি খাতে দেশের ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এ খাত থেকে রপ্তানি আয় ইতিমধ্যে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সরকারের সব সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোর গোড়ায় এ সেবা পৌঁছে গেছে।’ 

আজ শুক্রবার সাতক্ষীরা জেলা প্রশাসনের ‘হার পাওয়ার প্রকল্প’ এর আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে উপহারের ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম ও সাইবার থ্রেড অ্যান্ড অ্যানালাইজিং টিম গঠন করে দেশ-বিদেশে সাইবার ক্রাইম প্রতিরোধে কাজ করছে সরকার।’ 

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, সংসদ সদস্য আশারাফুজ্জামান আশু, সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, হার পাওয়ারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে ২৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এ ছাড়া তালা উপজেলার জাতপুর গ্রামের খুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মাণের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পরে তাকে একটি ল্যাপটপ উপহার দেন এবং তার গবেষণা কাজে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন তিনি।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা