হোম > সারা দেশ > খুলনা

কেশবপুর ভূমি অফিসের জানালা ভেঙে চুরির অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে সেখান থেকে শুধু টাকা নিয়েছে চোর, কোনো কাগজপত্র নেয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান। খবর পেয়ে অফিস পরিদর্শন করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার শহরের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 

ভূমি অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙে ড্রয়ার থেকে টাকা চুরি করেছে চোর। 

সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আলমারিতে আমার ব্যক্তিগত সাত থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।’ 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, ‘অফিস থেকে সরকারি কোনো সম্পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।’ 

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে শহরের পাঁচটি দোকান থেকে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির চেষ্টা চালিয়েছে। 

উপজেলার আমির হোসেন মার্কেটের একাত্তর টেলিকমের চয়ন মিত্রের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে এক যুবক মুখে কাপড় পেঁচিয়ে দোকানের ভেতর ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছেন। 

শহরের ভিগো শোরুমের পরিচালক হাসানুর রহমান বলেন, ‘রাত ৪টা থেকে সাড়ে ৪টার ভেতরে শোরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে।’ 

শহরের বিভিন্ন দোকানে চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা