হোম > সারা দেশ > খুলনা

কেশবপুর ভূমি অফিসের জানালা ভেঙে চুরির অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে সেখান থেকে শুধু টাকা নিয়েছে চোর, কোনো কাগজপত্র নেয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান। খবর পেয়ে অফিস পরিদর্শন করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার শহরের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 

ভূমি অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙে ড্রয়ার থেকে টাকা চুরি করেছে চোর। 

সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আলমারিতে আমার ব্যক্তিগত সাত থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।’ 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, ‘অফিস থেকে সরকারি কোনো সম্পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।’ 

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে শহরের পাঁচটি দোকান থেকে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির চেষ্টা চালিয়েছে। 

উপজেলার আমির হোসেন মার্কেটের একাত্তর টেলিকমের চয়ন মিত্রের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে এক যুবক মুখে কাপড় পেঁচিয়ে দোকানের ভেতর ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছেন। 

শহরের ভিগো শোরুমের পরিচালক হাসানুর রহমান বলেন, ‘রাত ৪টা থেকে সাড়ে ৪টার ভেতরে শোরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে।’ 

শহরের বিভিন্ন দোকানে চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি