হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি 

সাতক্ষীরা প্রতিনিধি

ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকেরা।

বিসিএস সাধারণ শিক্ষা সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে আজ দুপুরে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিসিএস সাধারণ শিক্ষা সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু বলেন, ‘ক্যাডার বৈষম্য নিরসন, পদ সৃজন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে অতীতের কর্মসূচিগুলো আমরা যথাযথ পালন করেছি। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। তিন দিনের কর্মসূচি আগামী কাল শেষ হবে।’

বিসিএস সাধারণ শিক্ষা সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান বলেন, ‘কর্মসূচি মানা না হলে আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে। তাই আমরা আশা করি, সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।’

প্রসঙ্গত কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ বেশ কয়েক দফা দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের কর্মবিরতি পালন করছেন তাঁরা।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার