হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে রহিত দত্ত নামের ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা সুস্মিতা দত্তকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলা সদরের নকিপুর এলাকায় ঘটনা ঘটে। রহিত হরিতলা গ্রামের মৃত গোপাল দত্তের ছেলে। সে নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

রহিতের কাকা উজ্জল দত্ত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন শেষে বিদ্যালয় থেকে বাড়িতে আসে রহিত। দুপুরের দিকে সে জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে নিয়ে রহিতের মা পৃথক একটি ভাড়া বাড়িতে থাকতেন। 

উজ্জল দত্ত আরও বলেন, জুসের বিষক্রিয়ায় রহিতের মৃত্যুর কথা জানিয়েছে চিকিৎসকেরা। স্থানীয়রা পরে রহিতদের বাড়িতে গিয়ে একটি বিষের প্যাকেট উদ্ধার করে। তাঁর মা অজ্ঞাত কোনো কারণে এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নকিপুর বাজারের সাহা স্টোর থেকে লাউ গাছে ছিটানোর কথা বলে বিষ কিনে আনে শিশুটির মা। এটি তিনি জুসের সঙ্গে মিশিয়ে সন্তানকে খাইয়ে দেন। পরে ছেলের অসুস্থতার কথা প্রচার করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শাকির হোসেন বলেন, খাদ্যে বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে কী খেয়ে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত শেষে রহিতের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি