হোম > সারা দেশ > খুলনা

পরীক্ষা দিতে গেলেন মা, ফিরে এসে দেখেন পুকুরে ডুবে মেয়ের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোছা. মেহরিমা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

মৃত মেহরিমা উপজেলার বড়রিয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল্লাহ সরদার ও সোহানা খাতুন দম্পতির মেয়ে। 

পানিতে ডুবে মেহরিমার মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মহম্মদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকছেদুল মোমিন। তিনি বলেন, ‘বাচ্চা মেয়েটি আমাদের এখানে আনার আগেই মারা গেছে।’ 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মেহরিমাকে বাড়িতে নানা-নানির কাছে রেখে তার মা মাগুরাতে অনার্স পরীক্ষা দিতে যান। বাড়িতে এসে শিশুকে মৃত দেখেন তিনি। 

মেহরিমার নানা আব্দুস সত্তার জানান, মেহরিমা দুপুরে উঠানে খেলছিল। এ সময় বাড়ির লোকজন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। অসাবধানতাবশত কোনো একসময় পুকুরে পড়ে যায় সে। 

দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশে না পেয়ে পরে পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানি থেকে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা