হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত লাকী মারা গেছেন 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন। আজ শনিবার ভোরে কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত জাভিদ রায়হান লাকি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের (সামেক) আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ বলেন, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে সামেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ বলেন, ‘জাভিদ রায়হান লাকী ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি ছিলেন। গত বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম তাঁকে চার বছর তিন মাস সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন তিনি।’

জেলার আরও বলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন লাকী। গত ২৪ অক্টোবর বুকে ব্যথাজনিত কারণে তাঁকে সামেক হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে তাঁকে দুই দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার