হোম > সারা দেশ > যশোর

‘খাল সংস্কার না করলে ইউএনওকে পানির মধ্যে বেঁধে রাখা হবে’

অভয়নগর (যশোর) প্রতিনিধি

টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানে যশোর শহর থেকে আসা পানিতে তলিয়ে গেছে ভবদহের দুই শতাধিক বাড়িঘর। এই এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়ও এখন পানির তলে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। তলিয়ে গেছে ফসলি জমি। ভবদহে প্রতিদিনই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। 

এ অবস্থায় মানববন্ধন করেছে এলাকাবাসী। জলাবদ্ধ ভবদহ এলাকা থেকে দ্রুত পানি সরানোর দাবিতে ভবদহ এলাকাবাসীর আয়োজনে আজ রোববার দুপুরে যশোর–খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় মানববন্ধন করেন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাকার কয়েকশ নারী–পুরুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ মানববন্ধনে অংশ নেন। 

এই মানববন্ধনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, ‘ভবদহ এলাকায় এ বছর ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এক লাখ লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তাদের দুঃখ দুর্দশার শেষ নেই। সরকার পানি সরানোর জন্য এ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।’ 

এরপর তিনি ইউএনওর উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে আমডাঙা খাল সংস্কার কাজ শুরু না করলে জলাবদ্ধ এলাকার হাজার হাজার মহিলা এসে আপনাকে (ইউএনও) ধরে নিয়ে জলের মধ্যে বেঁধে রাখবে!’ 

মানববন্ধনে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু ও আমডাঙা খাল সংস্কারের দাবি জানানো হয়। 

মানববন্ধন থেকে দ্রুত পানি সরানোর কার্যকর উদ্যোগ না নিলে আগামী ৬ অক্টোবর ভবদহ দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী হাজির হয়ে জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পেতে করণীয় সবকিছু করার আশ্বাস দেন। 

গাজী ইকবাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রণজিৎ বাওয়ালি ছাড়া আরও বক্তব্য দেন—সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু কাজী, অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার মো. শরীফ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক