হোম > সারা দেশ > যশোর

মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে ভরণপোষণ না দিয়ে মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। গতকাল সোমবার মণিরামপুরের ভতরপুর গ্রামের মৃত সেকেন্দার দফাদারের স্ত্রী চান্দু বিবি (৪৮) এ মামলা করেন। এ মামলায় তাঁর ছেলে আনিচুর রহমানকে (৩০) আসামি করা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

মামলার অভিযোগে জানা যায়, সেকেন্দার দফাদার ও চান্দু বিবির ছেলে আনিচুর রহমান। বাবা সেকেন্দার দফাদারের মৃত্যুর পর ছেলে তাঁকে ভরণপোষণ না দিয়ে অত্যাচার নির্যাতন শুরু করেন। অভিযুক্ত আনিচুর মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা দাবি করে হুমকি দেন ও মারধর করেন। তাঁর নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন আনিচুর। গত শনিবার আনিচুর চান্দু বিবিকে তাঁর নামে জমি লিখে দিতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেন আনিচুর। এরপর মায়ের জমানো ৭৫ হাজার টাকা, গয়না ও মালামাল নিয়ে যান তিনি। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আনিচুর তাঁদের খুন করার হুমকি দেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেলের বিরুদ্ধে এই মামলা করেন। 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত