হোম > সারা দেশ > খুলনা

‘আমার লাশ যাবে, আমি সহজে ফিরে যাব না।’

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

এবিয়ের দাবিতে খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ২ নম্বর কৃষ্ণনগর ওয়ার্ডের ইউপি সদস্য মিলন বালার (৪৩) বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। তাঁদের চার বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন ওই নারী। গতকাল বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অবস্থান নেন তিনি। আজ বৃহস্পতিবারও তিনি মিলন বালার বাড়িতে অবস্থান করছেন। তাঁকে বিয়ে না করলে ওই বাড়ি ছাড়বেন না। প্রয়োজনে তাঁর লাশ যাবে বলে মন্তব্য করেন ওই নারী।

জানা গেছে, মিলন বালার স্ত্রী ও ১১ বছরের একটি ছেলে রয়েছে। এদিকে চার বছর আগে ওই নারীর স্বামী মারা যান। তাঁরও একটি সন্তান রয়েছে। চার বছর ধরে মিলন বালার তাঁর প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মিলন বালা তাতে রাজি হননি। এই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে বিয়ের দাবিতে তিনি মিলন বালার বাড়িতে এসে অবস্থান নেন।

প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে মিলন বালা বলেন, ‘আমি গতকালও (মঙ্গলবার) সুধার তাকে (ওই নারী) দুটো হাঁস কিনে দিয়েছি। তারপরও সে আজ আমার বাড়িতে এসে অবস্থান নিয়েছে। এ ঘটনায় যদি আমার ফাঁসিও হয়, আমি তাকে মেনে নেব না।’

তবে ওই নারী বলেন, ‘মিলনের বাড়ি থেকে আমার লাশ যাবে, আমি সহজে ফিরে যাব না।’

এ বিষয়ে রঘুনাথপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ তুষার কান্তি বিশ্বাস বলেন, ‘বিষয়টি শুনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’  

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা