হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে বোমা হামলায় চরমপন্থী দলের সদস্য নিহত

যশোর ও অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বোমা (ককটেল) হামলায় চরমপন্থী দলের সদস্য জিয়া ফকির (৪০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির একই এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে। 

পুলিশ বলছে, নিহত জিয়া নিষিদ্ধ সংগঠন চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে অভয়নগর থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা তাঁকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তাঁর পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি আরও বলেন, জিয়া চরমপন্থী দলের সদস্য ছিলেন। তাঁর নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে। কেন এই বোমা হামলা চালানো হয়েছে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসেছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তাঁর শরীরে এসে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফেরেন।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক