হোম > সারা দেশ > খুলনা

খুলনা সিটি নির্বাচন: আ.লীগ প্রার্থীর কালো টাকা নিয়ে অভিযোগ নেই ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল আউয়ালের। আজ শনিবার খুলনার বড় বাজার এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মাওলানা মো. আব্দুল আউয়াল বলেন, ‘কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই। এগুলো কথা ভিত্তিহীন।’

এ সময় তিনি লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, তিনি সব সময় কালো টাকাসহ বিভিন্ন বাধা-বিপত্তির অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কখনো লিখিত অভিযোগ দেন না। এইগুলা সব ভিত্তিহীন কথা।

কালো টাকা নিয়ে আব্দুল আওয়াল বলেন, কোথাও কোনো কালো টাকা আছে এমন তিনি জানানে না। তবে অনিয়ম আছে কিছু কিছু। যেখানে ২৫ লাখ টাকা খরচ করার কথা একজন মেয়র পদপ্রার্থীর, সেখানে তারও বেশি খরচ করা হচ্ছে। এখন সেটা কালো না সাদা টাকা, তা তার জানা নেই।

তবে ক্ষমতাসীন দলের প্রশংসা করে আব্দুল আওয়াল বলেন, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। তারা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক প্রচারণা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আওয়াল বলেন, তাঁদের ওয়ার্ডে প্রচারণাকেন্দ্রের সংখ্যা বেশি। এটা বড় ধরনের অনিয়ম।

গতকাল রাতে বিএনপি মনিটরিং সেল গঠন করেছে ভোট বর্জন ও ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে এতে ভোটারদের ওপর প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দেবে।’

হাতপাখার এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘৬০ শতাংশ ভোট পড়বে এই নির্বাচনে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা