হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় মাছের বাজারে নারীকে কটূক্তি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় স্থানীয় বাজারে মাছ কেনার সময় এক নারীকে কটূক্তির জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হয়। এ সময় মুন্না হোসেন (২৬) নামের এক পুলিশ সদস্য আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া বাজারে মাছ কিনতে যান পাশের আমাদা গ্রামের আক্তার খানের মেয়ে বীথি খানম ও ছেলে নয়ন খান। এ সময় লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝিকড়া গ্রামের কামাল শেখের ছোট ভাই সজীব শেখ ওই নারীকে নিয়ে কটূক্তি করেন। পরে বীথি বাড়ি ফিরে তার পিতা আক্তার খাঁ ও আমাদা গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ করলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ঝিকড়া বাজারে হামলা চালায়। এ সময় ঝিকড়া গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। ইট-পাটকেলের আঘাতে পুলিশের গাড়ির কেবিন গ্লাস ও লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় পুলিশ সদস্য মুন্না হোসেন আহত হন। আহত পুলিশ সদস্য মুন্না হোসেনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুন্না হোসেন লোহাগড়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা-হামারোল গ্রামের আক্তার খানকে (৫৩) পুলিশ আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা