হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে কিরন আহমেদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের বর্ডার পাড়ায় নিজের বাড়িতে তাকে সাপে কামড়ায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিরন আহমেদ উপজেলার কাজিপুর বর্ডার পাড়ার মো. রহিদুল ইসলামের ছেলে।

কাজিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল রাতে শিশু কিরন আহমেদ ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৮টার দিকে তাকে সাপে কাটে। তবে কী সাপে কেটেছে তা কেউ দেখতে পাইনি। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে রাত ১২টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহমেদ বলেন, পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। তাকে সাপে কেটেছিল আনুমানিক রাত আটটার দিকে আর হাসপাতালে নিয়ে এসেছিল রাত ১টার দিকে। তারা হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। বিষয়গুলো আমাদের জানানো উচিত। তাই সকলের সহযোগিতা কামনা করছি।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক