হোম > সারা দেশ > খুলনা

ঝিকরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ জনের চাল তুলে নেন বাদল হোসেন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও চাল পাচ্ছেন না অন্তত ১০ কার্ডধারী। উপজেলার গদখালী বাজারে হাসান রেজার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

বছরের পর বছর ১০ কার্ডধারীর চাল উঠিয়ে নিচ্ছেন পটুয়াপাড়া গ্রামের বাসিন্দা বাদল হোসেন। তিনি নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দেন। তবে স্থানীয় আওয়ামী লীগের কোনো কমিটিতে তাঁর পদ-পদবি নেই।

সরেজমিনে দেখা গেছে, হাসান রেজার ডিলার পয়েন্টে ৩০ কেজি করে প্রায় ১০ জনের চাল একাই উঠিয়ে নিচ্ছেন বাদল হোসেন। ডিলার পয়েন্টে কথা হয় কার্ডধারী শাহাজান মোড়লের সঙ্গে। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন চাল পাই না। তবে নিয়মিত চাল পাই।’ বাদল তাঁকে এ কথা বলতে শিখিয়ে দিয়েছেন বলে স্বীকার করেন তিনি।

ডিলার পয়েন্ট সূত্রে জানা যায়, বাদল হোসেন গত কয়েক চালান ধরে পটুয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, ফাহিমা বেগম, শাহাজান মোড়ল, আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, শিমুল হোসেনসহ অন্তত ১০ জনের চাল উঠিয়ে নিচ্ছেন।

কথা হয় ফাহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘গতবার আমার স্বামী চাল নিতে গেলে বাদল জোরপূর্বক আমাদের কার্ডটি নিয়ে নেয়। সেই থেকে আর চাল পাচ্ছি না।’

আব্দুল লতিফ বলেন, ‘চাল আনতে গেলে কার্ডটি নিয়ে নেয়। তিন দিন পরে টাকা ফেরত দিয়ে দিলেও কার্ড দেয়নি। সেই থেকে তিনি চাল উঠিয়ে নিচ্ছিলেন। এবার সাংবাদিকের এসেছে শুনে বাদল আমার কার্ড ফিরিয়ে দিয়েছে।’ 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাদল হোসেন বলেন, ‘আমি পাঁচটি কার্ডের চাল উঠিয়ে নিয়ে অসহায়দের মাঝে বিতরণ করেছিলাম। এবার যার কার্ড তাঁকে বুঝিয়ে দিয়েছি।’ 

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘একজনের কার্ডে অন্যজনের চাল ওঠানোর সুযোগ নেই। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার