হোম > সারা দেশ > খুলনা

 ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে খুমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘ক্যারি অন’ পদ্ধতি বহাল ও এমবিবিএস পরীক্ষায় সিজিপিএ বাতিলের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে খুলনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল তাঁরা ক্যাম্পাস থেকে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা সিজিপিএ বাতিল এবং ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল রাখার দাবিতে স্লোগান দেন। 

মানববন্ধনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা জানান, ‘ক্যারি অন’ হলো প্রফে ফেল করার পরও পরের বর্ষে ক্লাস করতে পারা। এই পদ্ধতি এই বছর থেকে বাতিল করা হয়েছে। এ কারণে প্রফে ফেল করা অনেক শিক্ষার্থীরা তাঁদের সেশনের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করতে পারবে না। তাদের জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে হবে এবং পরীক্ষাও দিতে হবে। এটি এ বছর থেকে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হবে। 

শিক্ষার্থীরা বলেন, ‘এমবিবিএস পরীক্ষায় কখনো সিজিপিএ ছিল না। এ পদ্ধতিতে একজন ডাক্তার হয়েও সমাজে ছোট হতে হবে। আমাদের দাবি—আগে যেমন ক্যারি অন পদ্ধতি ছিল তা বহাল করা এবং সিজিপিএ বাতিল করতে হবে। আর তা না হলে সারা দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গোড়ে তুলে তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য করবে।’  

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা