হোম > সারা দেশ > যশোর

শার্শায় নতুন জাতের মাদকসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, শার্শা (যশোর)

যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল, গাঁজা ও ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত `এসকাফ কোডিন' নামের নতুন জাতের মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলীর ছেলে মেহেদী হাসান (২৭), মনুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম সম্রাট (২৪) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের ইয়ার আলীর মেয়ে তানজিলা বেগম (২৫)। 

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, তাঁদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্ত পথে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব প্রবেশ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শার্শার চালতিবাড়িয়া থেকে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪২ বোতল এসকাফ কোডিন (ESKUF CODEINE) নামের ভয়ংকর মাদক দ্রব্য উদ্ধার করা হয়। 

অপরদিকে একই দিনে বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৩ লাখ ৯৬ হাজার টাকা। তাঁদেরকে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার