হোম > সারা দেশ > খুলনা

ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদরে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্র বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিচার দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে পরিবার।

আজ বৃহস্পতিবার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল ইবতেদায়ী নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

আহত শিশু হলো—ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র তানভীন ভূঁইয়া (১০)। সে একই এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের নাম মো. আবু ইউসুফ।

আহত শিশু তানভীন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানায়, বুধবার সকালে তার এক সহপাঠীর সঙ্গে দুষ্টুমি করার জন্য শিক্ষক আবু ইউসুফ অকথ্য ভাষায় গালি দেয়। একপর্যায়ে মোটা লাঠি দিয়ে তার বুকের ওপরে উঠে পায়ের পাতাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন। এ সময় তানভীন অচেতন হয়ে পরে। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে শিশু তানভীনের বাবা আব্বাস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। ওই শিক্ষক বিভিন্ন সময় অনেক ছাত্রকে এভাবে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই।’

তবে অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই ছাত্রকে সামান্য মারধর করেছি। পরে ওই ছাত্র আমাকে লাথি মেরে চিৎকার দিয়ে চলে যায়।’

এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক