হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট, তালায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ ও আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের দুজনসহ সভাপতি ও সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। 

সাময়িক বহিষ্কৃতরা হলেন তালা উপজেলা শাখা ছাত্রলীগের সহসভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম। একই সঙ্গে সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবিরকে সাময়িক বহিষ্কার করা হয়। 

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তাঁর মৃত্যুর পর অভিযুক্ত নেতা-কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ। তাই তাঁদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার