ঝিনাইদহের পাঁচমাইল নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় শিরিন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা শিরিন পোড়াহাটি গ্রামের মৃত মহি বিশ্বাসের স্ত্রী।
এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, আজ সকালে গোয়ালপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন শিরিন। পথে পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসা একটি পিকআপ ভ্যান তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধা রাস্তার পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ।
উপপরিদর্শক আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।