হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যানের চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দারপাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

প্রত্যক্ষদর্শী কালাম আলী বলেন, ‘আমি ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বিকট শব্দ শুনতে পাই। এসে দেখি, সড়কের ওপর দুজনের লাশ পড়ে আছে। পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। ঝাপসা অন্ধকারে পরিষ্কারভাবে দেখতে পারিনি। তবে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় হয়তো তাঁদের মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঢাকাগামী পরিবহনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে। আমরা ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা