হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর। 

ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন। 

গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন। 

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’ 

চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’ 

নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’

শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’ 

নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’ 

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ