খোকসা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার খোকসায় বজ্রপাতে তিন নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জানিপুর ইউনিয়নে বসা কুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বসা কুষ্টিয়া গ্রামের মন্টু শেখর স্ত্রী লিপি খাতুন (৩০), আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহিদা খাতুন (৩৫) এবং বিহারিয়া গ্রামের দবির উদ্দিনের স্ত্রী স্মৃতি খাতুন (৩৫)।
বসা কুষ্টিয়া গ্রামের উজির মণ্ডল বলেন, গতকাল সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে কাজ করার সময় প্রচণ্ড বজ্রপাতে তিনজন আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রতিক সাহা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।