হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত, এলাকাবাসীর সড়ক অবরোধ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ট্রাকচাপায় ওহি সুলতানা (৭) নামের এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা হাফিজা খাতুন ও বাবা মিতুল গাজী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও চালক ওমর ফারুককে (৩৭) আটক করে।

হতাহতদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। ওমর ফারুক সাতক্ষীরা সার্কিট হাউজ এলাকার বাসিন্দা।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, সাতক্ষীরা থেকে ভ্যানে সপরিবারে হাড়দ্দহে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন মিতুল গাজী ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় শিশু ওহি সুলতানা। গুরুতর আহত হন মিতুল গাজী ও হাফিজা খাতুন দম্পতি। তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক