হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু নিহত, এলাকাবাসীর সড়ক অবরোধ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ট্রাকচাপায় ওহি সুলতানা (৭) নামের এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা হাফিজা খাতুন ও বাবা মিতুল গাজী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও চালক ওমর ফারুককে (৩৭) আটক করে।

হতাহতদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। ওমর ফারুক সাতক্ষীরা সার্কিট হাউজ এলাকার বাসিন্দা।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, সাতক্ষীরা থেকে ভ্যানে সপরিবারে হাড়দ্দহে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন মিতুল গাজী ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় শিশু ওহি সুলতানা। গুরুতর আহত হন মিতুল গাজী ও হাফিজা খাতুন দম্পতি। তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ