হোম > সারা দেশ > কুষ্টিয়া

যৌনপল্লির সন্তানদের পাশে দাঁড়ালেন এমপি জর্জ

প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া): দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত শিশুদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখতে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান দিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি জর্জ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ অনুদান দেন তিনি।

জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত শিশুদের সমাজের মূল স্রোতে এনে পুনর্বাসনের জন্য দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে দৌলতদিয়া সেফ হোম। বেসরকারি উদ্যোগে পরিচালিত এই সেফ হোম থেকে লেখাপড়া শিখে অনেকেই প্রতিষ্ঠিতও হয়েছেন। এ সেফ হোম থেকে অনেকেই বর্তমানে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাঁদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখতে ব্যক্তিগত উদ্যোগে নগদ এক লাখ টাকা তুলে দেন এমপি। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সেফ হোমটি প্রতিষ্ঠা করেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন দাতা সংস্থার অনুদান নিয়ে পরিচালিত হয়ে আসছিল এই সেফ হোমটি। বেশ কিছুদিন ধরে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হওয়ায় সেফ হোম প্রতিষ্ঠানটি পরিচালনায় চরম বিপাকে পড়ে কর্তৃপক্ষ। ভরণপোষণসহ এখানকার শতাধিক ছেলেমেয়ের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য কর্তৃপক্ষের হাতে ব্যক্তিগত উদ্যোগে এ অনুদান তুলে দেওয়া হয়।

এমপি বলেন, 'অর্থাভাবে যদি সেফ হোমটি বন্ধ হয়ে যায় তাহলে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এ কথা চিন্তা করেই আমি সেফ হোম কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছি।'

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি