হোম > সারা দেশ > যশোর

কেজিতে তরমুজ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

মনিরামপুর প্রতিনিধি

পিচ হিসেবে তরমুজ কিনে চড়া দামে কেজি দরে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ষষ্ঠী কুণ্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ড দেন। 

একই অভিযানে মূল্য তালিকায় চালের দর উল্লেখ না থাকায় চাল বাজারের তন্নী রাইচ স্টোরের মালিক, মনি সংকর কুণ্ডুকে ৫ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে মৎস্য ও পশু খাদ্য বিক্রেতা মেসার্স মোড়ল ট্রেডার্সের মালিক মোনায়েম হোসেনকে ৩ হাজার টাকা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে মুসলিম স্টোরের মালিক আবুল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন জাকির হোসেনের আদালত। 

এ আদালত পরিচালনার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, ভোক্তা অধিকার যশোরের উপপরিচালক ওয়ালিদ বিন হাবিব ও আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম। 

এ আদালত বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘তরমুজ বিক্রেতা ষষ্ঠী কুণ্ডু ১৫০-১৮০ টাকায় পিচ হিসেবে তরমুজ কিনে ৬০ টাকা কেজি দরে একেকটি তরমুজ ২৫০-৩০০ টাকায় বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছিলেন। এ অভিযোগে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নানা অভিযোগে আরও ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকাসহ অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ