হোম > সারা দেশ > যশোর

ভারত সীমান্তবর্তী কপোতাক্ষ নদে যুবকের মরদেহ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছার কাবিলপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডের কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় পচা দুর্গন্ধযুক্ত অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্তত দুই তিন দিন আগেই তাঁকে মেরে ফেলা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মরদেহটি নদ থেকে উদ্ধার করে চৌগাছা থানায় নিয়েছে পুলিশ। 

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তি চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। ভারতীয় বিএসএফ বা স্থানীয় কেউ তাঁকে হত্যা করে নদে ভাসিয়ে দিয়েছেন। অথবা মেরে অন্য কোথাও রেখে দিয়েছিলেন। পরে গন্ধ ছড়িয়ে পড়ায় নদে ভাসিয়ে দিয়েছেন। 

এ বিষয়ে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উন নবী বলেন, চৌগাছার কাবিলপুর মাঠ এবং ভারতের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঝদিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে একটি অজ্ঞাত লাশ ভেসে রয়েছে বলে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ চৌগাছার শাহাজাদপুর বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। পরে বিজিবি এবং স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান চৌগাছা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদে প্রায় তিন কিলোমিটার ভাসিয়ে মরদেহটি কাবিলপুর গ্রামে নিয়ে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় উদ্ধার ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে বাংলাদেশি টাকার কয়েকটি নোট, একটি গ্যাস লাইটার উদ্ধার হয়। 

মরদেহ উদ্ধারের পর চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব সরকার সুরতহাল প্রতিবেদন করেন। তিনি বলেন, ‘লাশটি অজ্ঞাত হলেও সেটি মুসলিম লাশ। ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।’ 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, চৌগাছার কাবিলপুর ভারতীয় সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডের জিরো লাইনে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ