হোম > সারা দেশ > খুলনা

ঘাসের খেত থেকে মাদ্রাসাছাত্রের মুখ বাঁধা মরদেহ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় মো. হাসিব (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ঘাসের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম। 

নিহত হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের ভ্যানচালক মো. হামিদুলের ছেলে। হাসিব সমষপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহত হাসিবের বাবা হামিদুল বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে আমার অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হাসিব। আর বাড়ি ফিরে আসেনি। পরে পাংশা মডেল থানার পুলিশকে জানাই।’ 

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, সকাল ৮টার দিকে দুর্গাপুর গ্রামের একটি ঘাসের খেত থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তবে ভ্যানটি এখনো পাওয়া যায়নি। 

এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা দায়ের করবে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। বলেন এসআই।

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী