হোম > সারা দেশ > যশোর

মানত শোধ করতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

মানত শোধ করতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে রাস্তার গতিরোধকে এ দুর্ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

রোজিনার স্বামী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীর সন্তানাদি হয় না। এ জন্য তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের গাজীকালু-চম্পাবতীর মাজারে মানত করেন যে, সন্তান হলে সেখানকার মুসল্লিদের খাওয়াবেন। সেই মানত শোধের জন্য পাঁচ ভাই ও তাঁদের স্ত্রী পরিজনসহ আজ চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বারোবাজার যাচ্ছিলেন। 

শরিফুল জানান, পরিবারের সবাইকে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তিনি ও তাঁর আরেক ভাই দুটি মোটরসাইকেলে করে রওনা হন। শরিফুলের মোটরসাইকেলে ছিলেন তাঁর স্ত্রী রোজিনা এবং পাঁচ বছর বয়সী ছেলে। চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত রাস্তার গতিরোধকের কারণে ঝাঁকি খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রোজিনা। মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রোজিনার মৃত্যু হয়। 

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮টায় শরিফুল ইসলামসহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে দাফনের লিখিত আবেদন নিয়ে যশোর কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন। 

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ