হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোভ্যানের এক যাত্রী। আজ শনিবার বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের আটমাইল নবীননগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিরাজুল ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার শ্রীরামপুর গ্রামের মৃত কুরন জোয়ারদারের ছেলে। আহত যাত্রী হলেন একই এলাকার সমসের আলীর ছেলে আব্দুল কুদ্দুস। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের পরিদর্শক হারুন অর রশিদ। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ বিকেল ৪টার দিকে ভুট্টাবোঝাই একটি অটোভ্যান স্থানীয় সরোজগঞ্জ হাটে যাচ্ছিল। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নবীননগরে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান অটোভ্যানের চালক সিরাজুল। আহত হন ভ্যানের যাত্রী আব্দুল কুদ্দুস। তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সিরাজুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।’

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা