হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দর্শনায় একের পর এক বোমার মতো বস্তু

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

এক মাসের ব্যবধানে দর্শনায় আরেক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পেল স্থানীয়রা। দর্শনা থানায় খবর দিলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেল বোমার মতো বস্তু। এর আগে ফেব্রুয়ারি মাসেও দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল এলাকাসহ পৌর এলাকায় ১৩টি ককটেল বা হাতবোমা উদ্ধার করা হয়।

ওই ঘটনার এক মাসের ব্যবধানে আজ শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে দর্শনা থানায় খবর দেওয়া হলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘শুক্রবার সকালে সাধারণ মানুষ ওই এলাকায় একটি সাদা পলিথিনের ব্যাগে কাঠের গুঁড়ার ওপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা আমাদের জানালে এলাকাটি আমরা ঘিরে রেখেছি। উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে বোমা নাকি ককটেল।’

উল্লেখ্য, দর্শনা চিনিকল এলাকা থেকে গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আলাদা ঘটনায় ৬টি বোমা উদ্ধার করা হয়। এর এক দিনের ব্যবধানে ১৮ ফেব্রুয়ারি দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে একটি বোমার বিস্ফোরণ ঘটে। পরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আরও ৬টি বোমা উদ্ধার করে পুলিশ। রাজশাহী র‍্যাব-৫ ইউনিট এবং যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করেছিল। ওই ঘটনায় দর্শনা চিনিকল কর্তৃপক্ষ দুটি মামলা করে।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত