হোম > সারা দেশ > খুলনা

খুলনা-৩: আ.লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাহারাদারের শরীরে আগুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণার একটি ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হাসান ফরাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে আজ শুক্রবার নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২-৩ জন দুর্বৃত্ত কেরোসিন ছুড়ে মারে আগুন লাগিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায়। এর পরপরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।,

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে নৌকার প্রার্থীর পক্ষে এখনো কেউ মামলা করেনি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’ 

আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে