কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জান্নাতুল ফেরদৌস নামের ৫ বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯ টায় উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল ফেরদৌস মিরপুর মশান শাহপাড়ার জাহিদুল ইসলামের মেয়ে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে মিরপুর উপজেলার মশান শাহপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ হয়।
নিখোঁজের পর থেকেই তাকে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯ টায় মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে শিশু জান্নাতুলের গলাকাটা মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় পুলিশ ঘাতকদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে বলে তিনি জানান।